ব্রেকিং নিউজ
পঞ্চগড় মোবাইল চুরির অভিযোগে এক নারীকে বেঁধে নির্যাতন বাপ্পীর সুস্থতা কামনায় দাকোপ বিএনপির মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত সপ্তাহের ব্যবধানে ডিমের দাম, অস্বস্তি মাছ মাংসের বাজার বিমান বিধ্বস্তে নিহত পাইলট আসিমের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে, স্বজনদের আহাজারি রাসুল (সা.) দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য যে দোয়া পড়তেন বিদায়ী শ্রেষ্ট শিক্ষিকা লিপিকা দস্তিদারের অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫/৩/২০২৪, ১:০৭:০০ AM

বিএনপি নেতা আমানউল্লাহ আমান জামিনে মুক্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২৪ মার্চ) রাত নয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে তিনি মুক্তি পেয়েছেন।সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আমানউল্লাহ আমানকে বুধবার (২০ মার্চ) জামিন দেন আপিল বিভাগ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২৪ মার্চ) রাত নয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে তিনি মুক্তি পেয়েছেন।সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আমানউল্লাহ আমানকে বুধবার (২০ মার্চ) জামিন দেন আপিল বিভাগ।

এর আগে ওই মামলায় ২০০৭ সালে বিচারিক আদালত আমানকে ১৩ বছর কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আমানউল্লাহ আমানের করা আপিলের ওপর পুনঃশুনানি নিয়ে হাইকোর্ট রায় দেন গত বছরের ৩০ মে। রায়ে বিচারিক আদালতের দণ্ডই বহাল রাখা হয়। এ রায়ের অনুলিপি বিচারিক আদালতের গ্রহণের ১৫ দিনের মধ্যে আমানউল্লাহ আমানকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়।

গত বছরের ১০ সেপ্টেম্বের আত্মসমর্পণ করেন আমানউল্লাহ আমান। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত। এরপর থেকে ছয় মাসেরও বেশি সময় কারাগারে ছিলেন বিএনপির এই নেতা।